শনিবার, জুন ০৯, ২০১২

দেশি বাবুই বাংলাদেশের সুলভ আবাসিক পাখি




দেশি বাবুই, Baya Weaver, Photo: Firoz Al Sabah, Bangladesh.
দ্বিপদ নাম: Ploceus philippinus
সমনাম: Loxia philippina, Linnaeus, 1766
বাংলা নাম: দেশি বাবুই,
ইংরেজি নাম/Common Name: Baya Weaver.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Aves
পরিবার/Family: Passeridae
গণ/Genus: Ploceus, Cuvier, 1816;
প্রজাতি/Species Name: Ploceus philippinus (Linnaeus, 1766)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাPloceus এই গণে পৃথিবীতে  ৬২ প্রাজাতির পাখি রয়েছেবাংলাদেশে রয়েছে তার তিনটি প্রাজাতিসেগুলো হলো আমাদের আলোচ্য দেশি বাবুই, অন্য দুটি বাংলা বাবুই ও দাগি বাবুই
বর্ণনা: দেশি বাবুই মোটা বাদামি ঠোঁট ও বাদামি দেহের ছোট বুননবিদ পাখিএর দৈর্ঘ্য ১৫ সেমি, ওজন ২৮ গ্রাম, ডানা ৭.৪ সেমি, ঠোঁট ১.৮ সেমি, লেজ ৪.৮ সেমিপ্রাপ্তবয়স্ক ছেলেপাখির চেহারা মেয়ের চেয়ে ভিন্ন
দেশি বাবুইয়ের বাসা, Nests of Baya Weaver are hanging.
স্বভাব: দেশি বাবুই আবাদি জমির কাছের খোলা জায়গা, তৃণভূমি, ছড়ানো-ছিটানো গাছসহ ক্ষুদ্র ঝোপ ও পপ্যারাবনে বিচরণ করে; সারা বছরই ঝাঁকে থাকেমে-আগস্ট মাসে প্রজননকালে খড়, তাল গাছের কচিপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে উঁচু তালগাছে চমত্কার বাসা তৈরি করে বাবুই পাখিসেই বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি মজবুতপ্রবল ঝড়েও তাদের বাসা ভেঙে পড়ে নাবাবুই পাখির শক্ত বুননের এ বাসা টেনেও ছেঁড়া যায় নাবাবুই পাখি বাসা তৈরির পর সঙ্গী খুঁজতে যায় অন্য বাসায়সঙ্গী পছন্দ হলে স্ত্রী বাবুইকে সাথী বানানোর জন্য কতই কিছু না করে এরাপুরুষ বাবুই নিজেকে আকর্ষণ করার জন্য খাল-বিল ও ডোবায় ফূর্তিতে নেচে নেচে বেড়ায় গাছের ডালে ডালেবাসা তৈরি কাজ অর্ধেক হলে কাংখিত স্ত্রী বাবুইকে সেই বাসা দেখায়বাসা পছন্দ হলেই কেবল সম্পর্ক গড়েস্ত্রী বাবুই পাখির বাসা পছন্দ হলে বাকি কাজ শেষ করতে পুরুষ বাবুইয়ের সময় লাগে চারদিনস্ত্রী বাবুই পাখির প্রেরণা পেয়ে পুরুষ বাবুই মনের আনন্দে শিল্পসম্মত ও নিপুণভাবে বিরামহীন কাজ করে বাসা তৈরি করেঅফুরন্ত যৌবনের অধিকারী প্রেমিক যত প্রেমই থাক প্রেমিকার জন্য, প্রেমিকার ডিম দেয়ার সাথেই প্রেমিক বাবুই খুঁজতে থাকে আরেক প্রেমিকাপুরুষ বাবুই এক মৌসুমে ছয়টি বাসা তৈরি করতে পারেধান ঘরে উঠার মৌসুম হলো বাবুই পাখির প্রজনন সময়দুধ ধান সংগ্রহ করে স্ত্রী বাবুই বাচ্চাদের খাওয়ায়এরা তালগাছেই বাসা বাঁধে বেশিমেয়েপাখি বাসা বাছাই করে জুটি বাঁধে ও ডিম পাড়েডিমগুলো সাদা, সংখ্যায় ২-৪ টি, মাপ ২.১×১.৪ সেমিডিম ফুটে ছানা বের হয় ১৪-১৫ দিনেমেয়ে পাখি একা ডিমে তা দেয়১৪-১৬ দিনে ছানারা বাসা ছেড়ে যায়
বিস্তৃতি: দেশি বাবুই বাংলাদেশের সুলভ আবাসিক পাখিসব বিভাগের গ্রামাঞ্চলে পাওয়া যায়পাকিস্তান, ভারত, নেপাল, থাইল্যাণ্ড,মিয়ান মার, ভিয়েত নাম, ইন্দোনেশিয়াসহ ও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
দেশি বাবুই কমার কারণ: দেশে তাল গাছের পরিমাণ অনেক কমেছেসেইসাথে কমেছে কাশবনসঙ্গত কারণেই বাবুই পাখি তাল গাছ ছেড়ে ভিন্ন গাছে বাসা বাঁধছে আমি ২০১১ সালে দিনাজপুর জেলায় শিমুল গাছেও বাসা বাঁধতে দেখেছিএছাড়া খেজুর ও নারকেল গাছেও এখন বাসা বাঁধছেগাছ কমার কারণেই গ্রাম বাংলার পল্লী এলাকায় এখন আর আগের মতো বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা চোখে পড়ে নাআগে দেশের বিভিন্ন এলাকায় বেশ দেখা যেত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসাকিন্ত সময়ের বিবর্তনে ও পরিবেশ বিপর্যয়ের কারণে আজ এ পাখিটি আমরা হারাতে বসেছিসেই সাথে হারিয়ে যাচ্ছে শিল্পী, স্থপতি এবং সামাজিক বন্ধনের কারিগর বাবুই পাখি ও তার বাসাখোঁজ নিয়ে জানা গেছে, এক শ্রেনীর মানুষ অর্থের লোভে বাবুই পাখির বাসা সংগ্রহ করে শহরে ধনীদের নিকট বিক্রি করছেএই বাবুই পাখির বাসাগুলো শোভা পাচ্ছে ধনীদের ড্রইং রুমে
অবস্থা: দেশি বাবুইকে ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে বাংলাদেশে বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত বলে উল্লেখ করা হয়েছে
সাহিত্যে ব্যবহার: বাবুই পাখির অপূর্ব শিল্প শৈলীতে বিষ্মিত হয়ে কবি রজনীকান্ত সেন তার কবিতায় লিখেছিলেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াইআমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়েএক সময় নীলফামারী জেলার প্রায় সবখানেই দেখা যেত শত শত বাবুই পাখির বাসা

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...