রবিবার, জুন ১৭, ২০১২

বাংলাদেশের বিলুপ্ত প্রাণী

ভারতীয় গণ্ডার, বাংলাদেশের বিলুপ্ত স্তন্যপায়ী

বাংলাদেশ থেকে গত ২০০ বছরে বিলুপ্ত হয়ে গেছে অন্তত ১০৬টি প্রজাতির প্রাণী। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জনগণের অসচেতনতা, বনভূমি কমে যাওয়া, জলাভূমি কমে যাওয়া, নদী শুকিয়ে যাওয়া, প্রাণীর উপর জনগণের অত্যাচার ও আক্রমণ ইত্যাদির কারণে বাংলাদেশের প্রাণীগুলো বিলুপ্ত হয়েছে। আরো অনেক প্রজাতি বিলুপ্তির পথে। সচেতন না হলে বাংলাদেশের আরো ৫০০টি প্রজাতি আগামি ৫০-১০০ বছরে বিলুপ্ত হয়ে যেতে পারে। বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে নানা বর্গের যেসব প্রাণি তার তালিকা নিম্নে প্রদান করা হলোঃ
৩. সরীসৃপের ৮টি প্রজাতি,
৫. স্বাদু পানির মাছের ৩০টি প্রজাতি,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...