শুক্রবার, নভেম্বর ২২, ২০১৩

বাংলাদেশে রক্তপাত ও আগুনের চাকা


১৯৭১ পরবর্তীকালের বাংলাদেশের রক্তপাতের ইতিহাস পড়তে গেলে আমাদের সকলের নানা অনুভূতি তৈরি হয়। আমি নিজে খুব বেশি অনুভব করি যে, বাঙলার শ্রমিক-কৃষকদের যুদ্ধ, শ্রেণিযুদ্ধ, গেরিলাযুদ্ধ ও সমর বিষয়ে জ্ঞানের অভাব রয়েছেঅথচ শ্রমিক কৃষকদেরই এইসব জ্ঞানের প্রয়োজন বেশি। সত্তরের দশকে সাধারণ সেপাইরা যুদ্ধে নামছে এবং পরাজিত হচ্ছে। সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের পৈশাচিক হোলিখেলায় যখন একটি নবলব্ধ পতাকা হারিয়ে যাবার উপক্রম তখন বিপ্লব এক অজানা রোমাঞ্চকর ও তামাশার বিষয়ে পরিণত হয়ে যায় সেনাবাহিনীর সাধারণ জওয়ানদের কাছে। আর সেনাবাহিনীর অফিসারদের কাছে ক্ষমতামদমত্ত হবার তখন অপার সুযোগ। ঘটতে থাকে অজস্র অনভিজ্ঞ পরিকল্পনার বাস্তবায়ন।
"কারণ পরিকল্পনাকারীরা জানত না তারা কী করতে চাইছে। জওয়ানরা একে অপরকে বলতো চলো বিপ্লব করি, যেন তারা একটি পিকনিকের জন্য প্রস্তাব দিচ্ছে।"

এইভাবেই বাংলাদেশের সবচেয়ে জটিল সময়গুলোতে কৃষক সন্তানেরা পিছিয়ে গেছেন। কয়েক বছর পরের বিডিআর বিদ্রোহের সময়ও দেখা যায় একই ঘটনা। আর আনসার বিদ্রোহ দমনে রক্তের গঙ্গায় স্নান করে বসেন কতিপয় নরপিশাচ।

রক্তপাত আগুনের চাকার ঘুর্ণনগতিকে বাড়িয়ে দেয়। সেই চাকা চলতে শুরু করলে সহজে থামে না। বাংলাদেশের ৫০ বছর পূরণ হতে যে কয়েকবছর বাকি আছে তাতে রক্তপাতের আগুন-চাকার গতি বাড়ার সম্ভাবনাই বেশি। আমরা যদি পুরোনো চাকার মাইলফলকগুলোর দিকে নজর দেই তাহলে দেখবো ১৯৪০-এর দশকের হিন্দু-মুসলিম দাঙ্গায় যে পরিমাণ রক্তপাত, ১৯৭১-এ ঘটে তার প্রায় তিন গুণ।

১৯৭৩ সালের জানুয়ারিতে বন্দুকের নল জনগণের বুকের দিকে ঘুরে যায়; সেই ধারা আজও চলছে। তারপর শুরু হলও সেইসব ঘটনা। জাসদের মিছিলে গুলিতে প্রায় ৫০ জন প্রাণ হারালো, মাত্র চার বছরের মুজিব শাসনামলে ৪০ হাজার মুক্তিযোদ্ধা হাওয়া হয়ে গেলো। এরপর জিয়ার আমলে ৪০০০ সেনাবাহিনীর সদস্য হত্যা; পার্বত্যাঞ্চলে জিয়া-এরশাদ মিলিয়ে প্রায় ৫০০০০ হত্যা। ক্রসফায়ারসহ অন্যান্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ১৯৯১ পরবর্তীকালে অন্তত ৫০০০ হত্যা। ১৯৭১ পরবর্তী তিনটি ঘটনাকে বিদ্রোহ বিবেচনা করলে সেগুলো হলো সিপাহি জনতার বিদ্রোহ, আনসার বিদ্রোহ এবং সর্বশেষ বিডিআর বিদ্রোহ। এসবই পতাকার সাথে জড়িয়ে যাওয়া লাল লাল রক্ত। এছাড়াও নানা আন্দোলনে ফ্যাসিবাদি লিগ-বিএনপি’র মাধ্যমে ঘটেছে অন্তত কয়েকশ হত্যাকাণ্ড। সর্বশেষ ১৮ নভেম্বর, ২০১৩ গাজিপুরে দুজন শ্রমিক মারা গেছেন পুলিশের গুলিতে।  

যুদ্ধ সম্পর্কে বাঙালির পাঠ খুব সামান্য, যদিও অভিজ্ঞতা অসামান্য। নীহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে সেই ইঙ্গিত আছে। যুদ্ধ সম্পর্কে পড়তে গিয়ে আমরা যেন ভুলে না যাই কার্ল মার্কসকে, কেননাঃ
“History repeats itself, first as a tragedy, then as a farce and farce will give birth to another tragedy, quantitatively and qualitatively more severe than the previous tragedy.” 

আর কেন মনে রাখব এতো কিছু, কারণ মানুষই ইতিহাসের নির্মাতা। ইতিহাসের গতিকে সঠিক দিকে ঘুরাতে হলে অতীতের দিকে আলো ফেলা জরুরি। দেখা দরকার অতীতের যুদ্ধ, বিদ্রোহ ও বিপ্লবগুলোর প্রকৃতি। কেননা বাংলাদেশ মোটেই ভাল নেই; "ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে/ বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক/... ...এভাবে মানুষ মারা চলবে না।

তথ্যসূত্রঃ
১. ফরিদ কবির অনূদিত, অ্যান্থনি মাসকারেনহাস-এর "বাংলাদেশ: আ লিগ্যাসি অফ ব্লাড" বন্ধু প্রকাশনী, ঢাকা; মে ১৯৮৭, পৃষ্ঠা- ১৪৩।
২. আমার বন্ধু নিরঞ্জন / ভাস্কর চৌধুরী

রবিবার, অক্টোবর ১৩, ২০১৩

সূর্য তোমাকে অভিবাদন



একটি রাষ্ট্র এলো হামাগুড়ি দিয়ে
আমাদের চারপাশের অন্ধকার হাতড়িয়ে
আমরা কজন তরুণ তখনো জানি না
কী তার উদ্দেশ্য, আছে কী তার রক্তচক্ষু সান্ত্রী পুলিশ সেনা?

দুদিন যেতে না যেতেই ভয়ে আমরা হয়ে গেলাম কাঠ
প্রহরি এসে জানালো আমাদের জন্য এই দেশে বন্ধ কপাট
দুমাস যেতে না যেতেই এসে গেলো আমাদেরকে অরক্ষিত রেখে রক্ষি মাস্তানি,
স্টপ ফায়ারিং নির্দেশেও তারা আমাদের কথা শোনেনি
দু মাসের মধ্যেই এসে গেলো রঙবেরঙের গোয়েন্দা সংস্থা
বাড়লো নজরদারি, গুপ্ত হত্যা, পদে পদে হেনস্থা,
মেরে ফেললো বেঁচে উঠলাম হাঁটলাম চার পায়ে,
অকস্মাদুএকজন ঘুরে দাঁড়ালো নির্ভয়ে
আমাদের মায়েরা বারো মাস ঘন ঘন
জন্ম দিতো বলেই আজো অগণন
মানুষ করে কলে কাজ, মাঠে চাষ বাস
উইপোকার মতো তারা অজস্র বলেই নেতাদের ওঠেনি নাভিশ্বাস,
ভায়েরা বোনেরা আজও যায় মিছিলে,
নেতানেত্রী হাত নাড়ালে তারা শ্লোগান তোলে,
উত্তেজনায় মাঝেমধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
রাস্তায় পাথর ইট বোমা আগুন পাওয়া
ভাবখানা তেত্রিশ বছর ধরে জাতি উদ্ধারের
আমাদের সাথে দেখা হয় নেতা ও মাস্তানের।
  
কোথায় হারালো আশা বন্ধু কোনখানে
কে এখন খোঁজে কোন কবিতার মানে?

জনগণ অজস্র পালে পালে;_
ঘুষ, খাওয়া, টাকা নিয়ে ঝগড়া চালালে
কার মাথা ঠিক থাকে; বন্ধুর মত ও শপথ
ভুলে অর্থের রাজপথে মাঝে মাঝে লড়াকুরাই ভুলে যায় পথ;
আর যারা ছিলো পথের দিশারি
তারা পচে যায়, বাঁচতে না পারলে মাইরি
শুধু চোখে পড়ে হাত নাড়ানাড়ি অন্ধকারে
ধীরে ধীরে অন্ধকার রাষ্ট্রের পথেও বাড়ে
তাদের ধোঁকাবাজি,
পাজি;
আছে বক্তৃতা সুনির্দিষ্ট
টাকা আর ক্ষমতার পথে সব কুতুব উচ্ছিষ্ট

তবুও আঁধারেই স্বাধীনতা বুকে টান
দিয়ে জানায় পরাধীনতা মানে বিদেশি ট্যাঙ্ক যুদ্ধবিমান,
যায় না কোথাও পাওয়া পোড়াদেশে একমুঠো বন্ধুত্ব
খবরে প্রতিদিন আহত নিহত হতাহত
নেই নিজস্ব সময় ঘুম, অস্থির হৃদয়
কারো কারো ভালোবাসা মানে না বাধা বা জয় পরাজয়
তিনবাহিনীর যৌথ প্রযোজনায় অভিনীত হয় সিনেমা
ফলাফলে ইজ্জত হারায় পৃথিবীর কোনো কোণে আমাদেরই মা;
স্বভুমে পরবাসি উদ্বাস্তু গৃহহীন তারা
নির্যাতনে বন্দিত্বে বিশ্ব সাম্রাজ্যের কবলে প্রাণহারা
এ সব আতঙ্কিত মানুষ বিপন্ন ভোরে
যুদ্ধাস্ত্র হাতে সূর্যকে জানায় অভিবাদন বুকের পাঁজরে
অপশাসন বাড়লেও ঘরে সাজায় একঝাঁক জীবনফোয়ারা
রাজপথে মৃত্যুদণ্ড কাঁধে নিয়ে দাঁড়ায়, চোখে স্বপ্ন ভরা
পৃথিবীকে ভালবেসে দেয় উপহার
পরাধীনতামুক্ত আকাশ সবুজ পাহাড়
দেখে দৈনন্দিন প্রয়োজনের ফাঁকে
নদী, মাঠ, সমুদ্রের শেষ প্রান্তে থাকে
উজ্জ্বল স্মৃতিদেশ নৈর্বক্তিক চেতনার কাল,
সৃষ্টির ভোর, যুদ্ধ, আমূল সকাল।

২৮-০৮-০৪, কাস্টম মোড়, কুষ্টিয়া

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...