মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৩

অজয় ভট্টাচার্যের লেখা দশটি গান


অজয় ভট্টাচার্য (জুলাই, ১৯০৬ - ২৪শে ডিসেম্বর, ১৯৪৩) একজন বিখ্যাত বাঙালি কবি ও গীতিকার। তিনি কুমিল্লার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন। 

অজয় ভট্টাচার্যের লেখা দশটি গান এখানে দেয়া হলও
. তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে

চৈত্র দিনের ঝরা পাতার পথে

. ছিল চাঁদ মেঘের ওপারে বিরহীর ব্যথা লয়ে

. জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারে দিতে এলে ফুল

. দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি রে?

. এ গান তোমার শেষ করে দাও




. কথা কও দাও সাড়া;

১০. সে নিল বিদায়

উপরের এই গান দশটির কথা তিনি লিখেছিলেন। আর নিচের গানের তালিকাতে যেগুলো আছে সেসব গানও লিখেছিলেন অজয় ভট্টাচার্য। তবে নিচের তালিকার সব গানগুলো গেয়েছেন শচীন দেববর্মণ।

এই মহুয়া বনে [কথা: অজয় ভট্টাচার্য]
ওরে বন্ধুরে মনের কথা [কথা: অজয় ভট্টাচার্য]
কথা কও দাও সাড়া [কথা: অজয় ভট্টাচার্য]
কাঁদিবো না ফাগুন গেলে [কথা: অজয় ভট্টাচার্য]
তুমি যে ছিলে মোর [কথা: অজয় ভট্টাচার্য]
তোমার সাথে সুরে পরিচয় [কথা: অজয় ভট্টাচার্য]
ফুলের বনে থাকো ভ্রমর [কথা: অজয় ভট্টাচার্য]
Aalo chhaaya dolaa [Lyricist : Ajoy Bhattacharya]
Aamaar milan maalati [Lyricist : Ajoy Bhattacharya]
Baansuriya rey [Lyricist : Ajoy Bhattacharya]
Badhoon eso madhu raate ... [Lyricist : Ajoy Bhattacharya]
Bolo bolo bolo bandhu [Lyricist : Ajoy Bhattacharya]
Champak jaago jaago [Lyricist : Ajoy Bhattacharya]
Godhulir chhayapathey [Lyricist : Ajoy Bhattacharya]
Jaago mon saheli go [Lyricist : Ajoy Bhattacharya]
Jhan jhan jhan manjiraa [Lyricist : Ajoy Bhattacharya]
Kanthey tomaar dulbey boley [Lyricist : Ajoy Bhattacharya]
Ke jaabi chal brindaaboney [Lyricist : Ajoy Bhattacharya]
Megh jharey jay [Lyricist : Ajoy Bhattacharya]
Momo mandirey eley ke [Lyricist : Ajoy Bhattacharya]
Mono dukkhey mori rey [Lyricist : Ajoy Bhattacharya]
Natun phaagun jabey [Lyricist : Ajoy Bhattacharya]
Paradeshey keno go [Lyricist : Ajoy Bhattacharya]
Phooler boney thaako bhramar [Lyricist : Ajoy Bhattacharya]
Pohaalo raati jaagiyaa [Lyricist : Ajoy Bhattacharya]
Prem jamunaar paarey [Lyricist : Ajoy Bhattacharya]
Priyo aajo nay [Lyricist : Ajoy Bhattacharya]
Saaji nawal kishore [Lyricist : Ajoy Bhattacharya]
Swapan dekhechhey [Lyricist : Ajoy Bhattacharya]
Tumi ni aamaar bandhu [Lyricist : Ajoy Bhattacharya]

বুধবার, নভেম্বর ২৭, ২০১৩

দুরে কোথাও সূর্য ডাকছে আমাদের


নৃত্যে ছন্দে মধুচন্দ্রিমাতে কেটেছে গতকাল,
আমার সামনে তুমি তারার আলোয় ভরাট
এক উজ্জ্বল দাবানল, ঘুরছো নিজের আঙিনায়,
আমি জানি গতকালের রাতই জীবনের শ্রেষ্ঠ সময়
উৎসাহে আবেগে আমার শুদ্ধতাকে করেছি রচনা
সুন্দর প্রকৃতি দিয়েছিল সমগ্র উজাড় করে,
চাঁদহীন রাতে বিশুদ্ধ আকাশ ছিলো ধীর ভীরু পায়ে,
এমন রাতে আমি উদ্বেগহীন আবেগে কাটিয়েছি,
সারারাত তোমার সুগন্ধে ডুবসাঁতার,
দুইপারে উড়ে উড়ে উদভ্রান্ত কল্পনার ভরা নদী,
তোমার আবেশে সারারাত তন্দ্রাচ্ছন্ন নেশার ঘোর, মহাজগতে;

আমার ফুলগুলো উছলে উঠেছে হৃদয়ের গহবরে
উচ্ছল চঞ্চল আমি তোমার স্পর্শে পেয়েছি বিহ্বল জীবন,
মিলনের আহবানে আবাহন করেছি আমরা গতকাল,  
আরেক পৃথিবী জন্ম দেবে বলে দুরে কোথা ও সূর্য ডাকছে আমাদের ...

২৩ সেপ্টেম্বর, ২০০৪, কুষ্টিয়া

প্রতিশ্রুতি দিচ্ছি তোমায়, আসবো আবার


এসো, এসো কথা বলি নিরবে নিভৃতে
ছোট রোদ ডালে ডালে, কে আর জোরে কথা বলে,
শব্দ করো না কোনো, আমি তোমাকে ভাবছি,
বুকের ভেতরে টিপ, ঝড়ে বাজে শিশিরের গান,
শুনে শুনে কেটে যাবে দুইপারের কল্পলতা ঘ্রাণ;

কাউকে বলো না কিছু, কেউ যেন শোনে নাক কথা,
আমি নীল আকাশের পাখি, তুমি লাল আলোর ভুবন,
এই মৃত ব্যথা
জেগে থাক টর্চলাইট মুখে নিয়ে   
ভাসমান আউলানো ক্ষণ পাবো নাকো আর,
চলো উঠি নাগরদোলায়, তৈরি হোক প্রাণের বায়োযান;

আজকের দিনটি পাকুক আলো পূর্ণপ্রাণ
আমরা ঘুম চোখেই কাটাবো সারা নভোযান,
আবার বাজবে বাঁশি দুই হৃদয়ে
আবার জাগবে লাল স্মৃতি-নকশি কাঁথা
আবার পহেলা ফাগুন পলাশে-বরুণে,
আবার রক্তে আগুন বারুদে-কামানে,
আবার নতুন তুমি নতুন পাখনায়
জ্বলছে পুরানো খাতা, নতুন ভাবনায়
হৃদয়ে উড়ছে আজ অমোঘ ডানায়
ওখানেই থাকে সবার একমুখী পথ
সে পথেই যাবে আমার সমস্ত সম্পদ... ... ...

০৭ সেপ্টেম্বর, ২০০৪; ঢাকা

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...