বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০১৪

পালাসি কুরাঈগল বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি


আসামের কাজিরাঙ্গায় পালাসি কুরাঈগল, ফটো: উইকিপিডিয়া থেকে
দ্বিপদ নাম/Scientific Name: Haliaeetus leucoryphus
সমনাম: Aquila leucoryphus Pallas, 1771
বাংলা নাম: পালাসি কুরাঈগল, কুরা,
ইংরেজি নাম/Common Name: Pallas’s Fish Eagle.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Acciptridae
গণ/Genus: Haliaeetus, Savigny, 1809;
প্রজাতি/Species: Haliaeetus leucoryphus (Pallas, 1771)
ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকাHaliaeetus গণে বাংলাদেশে রয়েছে এর ৩টি প্রজাতি এবং পৃথিবীতে রয়েছে মোট ৮টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত ও আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে পালাসি কুরাঈগল
বর্ণনাঃ পালাসি কুরাঈগলের দৈর্ঘ্য ৮০ সেমি, ডানা ৫৭ সেমি, ঠোঁট ৫.৮ সেনি, পা ১০.২ সেমি, লেজ ২৭ সেমি। প্রাপ্তবয়স্ক ছেলে পাখিটি মেয়ে পাখির থেকে আকারে কিছুটা বড়। চোখ হলুদ। ঠোঁট কালচে। পিঠের দিক কালচে বাদামি। দেহের নিচের অংশ লালচে-বাদামি। মাথা, ঘাড় ও কাঁধ-ঢাকনি ফিকে সোনালি-পীতাভ। ডানার নিচের দিক কালো। কালো লেজে ফিতার মতো অর্ধচন্দ্রাকার সাদা অংশে সজ্জিত।
স্বভাবঃ পালাসি কুরাঈগল উন্মুক্ত বিল, হাওর, নদীর পাড়, হ্রদ, জোয়ারীর খাঁড়ি, জলাভূমি ও প্যারাবনে বিচরণ করে। সচরাচর জোড়ায় থাকে। উঁচু গাছে বসে থেকে বা মাটিতে নেমে অথবা বাতাসে উড়ে উড়ে এরা শিকার করে বেড়ায়। এদের খাদ্য তালিকায় রয়েছে- প্রধানত মাছ, জলচর পাখি, সাপ, ব্যাঙ, কচ্ছপ ও মৃতদেহ। অক্টোবর-ফেব্রুয়ারি মাসে প্রজননকালে পানির ধারে গাছের মগডালে ডালপালা ও সবুজ ঘাস দিয়ে এরা বড় মাচার মত বাসা বানায় এবং বছরের পর বছর একই বাসা ব্যবহার করে। মেয়েপাখি এক মৌসুমে ২-৪টি ডিম পাড়ে; ডিমগুলো সাদা, মাপ ৬.৯×৫.৫ সেমি। এরা শীত মৌসুমে বাংলাদেশে আসে, বাচ্চা উৎপাদন করে আবার বর্ষা মৌসুমে উত্তরমেরুর দিকে চলে যায়।
বিস্তৃতিঃ ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে পালাসি কুরাঈগলকে বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি হিসেবে বলা হয়েছে। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের হাওর, বিল, মুক্ত জলাভূমিতে থাকে। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ১৯৭০ সাল পর্যন্ত ছিল। পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, চীন, সাইবেরিয়ার দক্ষিণাঞ্চল, মায়ানমারসহ দক্ষিণ মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।  
অবস্থা: পালাসি কুরাঈগল বিশ্বে সংকটাপন্ন ও বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ-প্রজাতি সংরক্ষিত।
বিবিধ: পালাসি কুরাঈগলের বৈজ্ঞানিক নামের অর্থ ধলাচাঁদি সিন্ধুঈগল (ল্যাটিন: Haliaeetus = সামুদ্রিক; গ্রিক: leukos =সাদা, -koruphos = মাথার চাঁদি)।


আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা  

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

শনিবার, জানুয়ারী ১৮, ২০১৪

নয়াগণতান্ত্রিক গণমোর্চার জাতীয় শহীদ দিবস পালন


১৭ জানুয়ারি, ২০১৪ সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার ব্যানার
দেশের শ্রেষ্ঠ সন্তান, মাওবাদী বিপ্লবী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে ১৭ জানুয়ারি, ২০১৪ বিকেলে শহরের কালিবাড়ীস্থ মওলানা ভাসানী স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গণমোর্চার নেতা বিকাশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম, আবুবকর সিদ্দিক রুমেল, প্রফেসর মাহমুদুল আমিন, মাওপন্থী বুদ্ধিজীবি অধ্যাপক অনুপ সাদি, ফরিদুল ইসলাম ফিরোজ, শিক্ষক বদিউল আলম লিটন, সিপিবি নেতা ও ক্ষেতমজুর সমিতির ময়মনসিংহে জেলা সভাপতি সুশান্ত দেবনাথ খোকন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিপ্লবী গণতান্ত্রিক শক্তির দুর্বলতার সুযোগে শাসকশ্রেণি ও তাদের বিদেশী প্রভুদের শাসন শোষণ এবং ষড়যন্ত্র-চক্রান্তের ফাঁদে বারবার জনগণ বন্দি হচ্ছে। তাই শাসকদের ক্ষমতা ভাগাভাগির ভাওতাবাজীর নির্বাচনের জাল ছিন্ন করতে হবে। মেহনতি মানুষের মুক্তির জন্য সমাজ পরিবর্তনের বিপ্লবী রাজনীতিকে শক্তিশালী করতে হবে। তারা বলেন, কমরেড সিরাজ সিকদারসহ অগনিত শহীদের রক্তরাঙা পথ ধরে সমাজতন্ত্র-কমিউনিজমের লক্ষে নয়া-গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, কমরেড সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী ছিল ২রা জানুয়ারী। এই দিনে সকল শহীদ বিপ্লবীদের স্মরণের প্রতিকী দিবস হিসেবে "জাতীয় শহীদ দিবস" পালন করা হয়।
 
সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি

বুধবার, জানুয়ারী ০৮, ২০১৪

ধরণী দ্বিধা হলে পিপীলিকাই নেতা


টিকি রেখে আর টুপি পরে কয়েকটা বাংলা গুই মুখ বাড়িয়ে দেখে নেয় সোনার বাল,
কী শোভা চেত্না আর ঘোষণার দুই তীরে
নয়নজলে ভেসে ভেসে চলে যায় দুই বাঙলায় দুটো পিপিলিকা
হে মহামহিম’, কহিল একটি শামুক, ‘বাঁচাও এইবার,
আগামিবার আপনারেই ভোট দিব হড়হড়িয়ে 
কোনো এক দূরগ্রহের পাথরে ঠোকাঠুকি করে জন্ম হচ্ছে এক বন্দুকের নল
আর সেই নলের মুখে গুজে দেয়া হবে মেরুদণ্ডহীন প্রাণীদের উদ্দেশ্যে এক খোলা চিঠি
ঘুরিয়ে দাও নলটি গণশত্রুদের দিকে

০৮ জানুয়ারি, ২০১৪
রাঙাচারার মোড়, মহাবিশ্ব

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...