সোমবার, জুলাই ২১, ২০১৪

বিষকাটালি বাংলাদেশের ঔষধি উদ্ভিদ



বিষকাটালি, ফটো: অনুপ সাদি
বাংলা নাম: বিষকাটালি
ইংরেজি নাম: Oriental pepper
বৈজ্ঞানিক নাম: Persicaria orientalis

বর্ণনা: পথ চলতে প্রায়ই দেখি এ গাছ, নাম তার বিষকাঁটালি ....কিছুটা স্যাতস্যাতে মাটিতে দিব্যি আরামে দিন পার করে। প্রজাতিভেদে ফুল দুই ধরণের দেখা যায়- গোলাপি-শাদা আর শাদা। এর ঔষধি অনেক গুণের মধ্যে একটা হলো টিউবারকলোসিস নিরাময়ে এর বীজের ব্যবহার। ভীমরুলের কামড় থেকে উৎপন্ন বিষের জ্বালা কমাতে বিষকাটালির রস ব্যবহার হয়। বিষ কাটালির সংস্কৃত নাম বিশল্যকরনী। গ্রামের কিশোরেরা কেঁচোকে মাটির নিচ থেকে বের করে আনার উদ্দেশ্যে যে স্থানে কেঁচো আছে সেই জায়গার উপরে এই গাছটির লতাপাতাকে পা দ্বারা কচলাতে থাকে এবং পায়ে পানি ঢালতে থাকে। গাছের পাতার রসমিশ্রিত পানি মাটিতে প্রবেশ করলে মাটির নিচ থেকে কেঁচোরা বের হয়ে আসে এবং সেই কেঁচো কিশোরেরা বড়শিতে মাছ শিকারে কাজে লাগায়। মজাটা হলও জলাভূমির ধারে এই গাছ জন্মায়, আর সেই জলার মাছ ধরতেই এই গাছের ব্যবহার করা হয়।



আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

রবিবার, জুলাই ২০, ২০১৪

বৃষ্টি এলে সাড়া জাগে সবখানে


শহরে তুমুল হাওয়া এলো সন্ধ্যার পর,  
এই আশ্বিনে শিলাইদহে বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে
নামলো সুউচ্চ টাওয়ারের মতো বিশাল রাত;
তোমার স্মৃতি অবিশ্রাম আল্পনায় রাত্রির মহোৎসবে
ডুবে গেলো আমার হৃদয় ও ছেঁড়া পথ ঘাট,
এখন হয়তো তুমি রাজধানীর কোনো সাংস্কৃতিক কেন্দ্রের বিলাসিতায়
দেখছো অভিজাত জীবনের বহুরঙা প্রতিবিম্ব;
তোমাকে ঘিরে আছে একঝাঁক কামনানির্ভিক হাসি, সর্বব্যাপী সুখ
অপ্রকাশ্য নিস্তব্ধতা আর অশান্ত ইচ্ছেগুলো;

এরকম ভালোবাসা যেন কখনো এ পৃথিবীতে না আসে,
এরকম ভালোবাসা যেন মরে যায় শনি বা বৃহস্পতির বিষাক্ত বাতাসে

তোমাকে আমি এড়াতে পারি না,
তবুও তুমুল বৃষ্টিতে
নিত্য আসা যাওয়া করো তুমি চেতনার গভীরে,
এমন চনমনে রাতে তোমার স্মৃতির মত্ততায়
আমি পাই কিছু সুর, কতিপয় সূত্র;
তোমার হাতে লেখা গানের পাখনায় উড়ে উড়ে
পদ্মা গড়াইয়ের দুই তীরে ঘুরে ঘুরে
আমার মন চলে যায় হিমালয় আল্পস আন্দিস পেরিয়ে
আটলান্টিক প্রশান্ত ভারত মহাসাগরের তীরের
সেইসব মানুষের কাছে যারা আমাকে কোনোদিন জানবে না
তোমার মতো করে

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

বাঁচার রেখা ডাকছে তোমায়



তুমি কি শোনো,
কিছু কথা লুকানো আছে কিছু কথার পাশে
গোপন কথা শুনতে কেন হাজার মানুষ আসে
হৃদয় খোলা ছিল তোমার সিক্ত হাওয়ার কাছে

দেখলে পেতে,
সব হৃদয়ে হাজার কথার উলটো চলাচল
তোমার সাথে সেই কথাদের ব্যাপ্ত টলমল
ছিলো সবার সাথে আমার মাঠ পেরোনোর আশা
দুটি প্রাণের এক সকালের সফল ভালোবাসা;
মাঠের পরে মাঠ এসেছে গাঙের পরে গাঙ
তোমার সাথে এক বিকেলের সদ্য অভিমান

লাফ দিয়ে যাক,
সময়গুলো গভীর হাওয়ায় স্বপ্নগুলোর সাথে
ইর্ষাবিহীন আমরা হাঁটি তোমার ঈশারাতে;
সাঁতার কেটে
দেখেছিলাম সবাই মিলে অন্ধকারের জোর
তোমার চোখে দুলছিল এক উজ্জ্বলতার ঘোর

সাহস নিয়ে
করেছি লড়াই সকলে মিলে মঞ্চে বা বাস্তবে
তুমি ছিলে তাইতো ছিলাম তোমার অবয়বে;

নতুন আলো
ফুটলে দেখি দিকে দিকে নতুন করে বাঁচা
নতুন আকাশ নতুন আশা নতুন করে নাচা
তোমার হাতে ফোটা শতেক রঙিন ফুলের ঘ্রা
তোমাকে ডাকে আমাকে ডাকে শক্তি অনির্বাণ।

বজ্র আনার
চিন্তা জাগায় অন্ধকারে কোনো সফল শিখা
তোমায় ডাকে আমায় ডাকে অনুধাবনের রেখা

২৭ সেপ্টেম্বর, ২০০৪. কুষ্টিয়া

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...